ওমানের দুখুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ৪ বাংলাদেশি। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার শিকার গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। আর চাকাসহ সামনের অংশটি অপর গাড়ির নিচে আটকে আছে।
ওমান থেকে হাশেম চৌধুরী জানিয়েছেন, আহত ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার বিষয়ে তিনি বলেন, একটি গাড়িতে মাসুম ও অন্যরা গন্তব্যে যাচ্ছিলেন। একপর্যায়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে তাদের গাড়ি ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে।
Discussion about this post