সুনামগঞ্জের ছাতকে স্বামী প্রবাসে থাকার সুবাদে দীর্ঘদিন বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছেন আনোয়ার হোসেন নামের এক যুবক। রাজি সা হওয়ায় সুযোগ পেয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার করে। এতে গৃহবধূর সন্তানদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন। এঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছ পুলিশ। জানা যায়, ওই যুবক গৃহবধূর দুসম্পর্কের দেবর ছিলেন।
বুধবার বিকালে উপজেলার নোয়ারাই ইউপির মির্জাপুর বুরাইগাঁও দারোগা সিকান্দর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার হোসেন (৩৫) উপজেলার নোয়ারাই ইউপির মির্জাপুর বুরাইগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, গত ২৯ জুন দুপুরে উপজেলার নোয়ারাই ইউপির ওমান প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আনোয়ার হোসেনকে আসামি করে সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, প্রবাসীর স্ত্রীকে আহত অবস্থায় লম্পটের কবল থেকে উদ্ধার করেন গ্রামবাসীরা। পরে তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়। আসামি বাদিনীর দু:সম্পর্কের দেবর এবং পাশাপাশি বাড়িতে বসবাস করেন।
স্বামী বিদেশে থাকায় আনোয়ার প্রায় এক বছর ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় তার ক্ষতি করবে বলে একাধিকবার হুমকি দেয়। গত ২৯ জুন দুপুরে তার সন্তানদের নিয়ে দুপুরের খাবার শেষে করে ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। তখন বিবাদী এ সুযোগে তার ঘরের দরজা খোলা দেখে ঘরের ভেতর ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এছাড়া ওই নারীকে মারধর ও শরীরে কামড় দেয়।
ওই নারীর ছেলের চিৎকারে আশপাশের লোকজন এসে লম্পটের কবল থেকে প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওসিসিতে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি শাহ আলম বলেন, আসামির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।
Discussion about this post