স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন মেহেদী হাসান রিদয় (২৫) নামে এক কুয়েত প্রবাসী। গত (২৫ জুন) দেশটির স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় দেশটির কাবাদ এলাকায় নিজ গৃহে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইজকার ইউনিয়নের আওড়াল গ্রামের পদদৈন্না বাড়ির আবু তাহেরের ছেলে।
নিহতের ভাই আরে প্রবাসী সাগর বলেন, ঘটনার দিন রাত ৯টায়ও ভাই আমার সাথে কথা বলেছে। এর আধঘণ্টা পর বাড়ি থেকে আমার বাবা কল করে বলেন যে, মেহেদী ভাই তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে গেছে। তখন আমি দৌড়ে তার রুমে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ততক্ষণে তিনি মারা যান।
পারিবারিক তথ্যমতে, প্রেম করে বিয়ে করছিলেন নিহত মেহেদী। কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। স্ত্রীর সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো। অনেকবার চেষ্টা করা সম্ভব হয়নি। সেগুলো নিতে না পেরে আত্মহত্যা করেছে।
মেহেদী ২০১৮ সালে কুয়েত আসেন। তিনি কুয়েতে ইলেক্ট্রিকের কাজ করতেন।
Discussion about this post