টাঙ্গাইলে নিখোঁজের চারদিন পর সোহেল রানা নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) শহরের সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোহেল পৌর শহরের অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চারদিন আগে অলোয়া ভবানী এলাকা থেকে রাতে নিখোঁজ হন সোহেল। খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না মিললে পরেরদিন টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। এরপর চারদিন পার হয়ে গেলেও কোনো তথ্য পাওয়া যায়নি সোহেলের। পরে মঙ্গলবার সকালে সন্তোষ শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশে মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরিবারের লোকজন নিশ্চিত করে যে, এটি সোহেলের মরদেহ। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালর মর্গে পাঠানো হয়। সোহেল এক বছর আগে বিদেশ থেকে এসেছে। আগামী মাসে আবারও বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল সদর মডেল থানার ওসি লোকমান হোসেন।
Discussion about this post