যশোরের শার্শায় সাপের কামড়ে প্রান্তি খাতুন (৬) নামে এক প্রবাসীর শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
প্রান্তি উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে ঘরে খাটের কাছে বসেছিল প্রান্তি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post