সম্প্রতি গভীর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রবাসীদের টার্গেট করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, চাকু, চাপাতি, ছোরা ও এক প্রবাসীর কাছ থেকে ডাকাতি করা একটি আইফোন ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
জানা গেছে, এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে প্রায়ই ডাকাতির কবলে পড়েন প্রবাসীরা। চাপাতি, ছোরা ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবাসীদের সর্বস্ব লুট করে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান জানান, কয়েক মাস আগে দুবাই ফেরত প্রবাসী মো. ওসমান যখন বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন।
মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে ডাকাতদের টার্গেটে পড়েন তিনি। এরপর রাত ৩টার দিকে গাড়িটি মেঘনা সেতুর উপর আসতেই ৬ ডাকাত দুইটি মোটরসাইকেলে করে ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে।
পরে তারা ওই প্রবাসী, গাড়ির ড্রাইভার ও সঙ্গে থাকা আরেক স্বজনের মোবাইল ফোন, নগদ অর্থ, বিদেশে থেকে আনা মালামাল ভর্তি লাগেজ, নতুন আইফোন, স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।
এ ঘটনায় গেলো বছরের প্রবাসীর দায়ের করা মামলার সূত্রধরে দীর্ঘদিনের প্রচেষ্টায় গত মঙ্গলবার সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়, পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
Discussion about this post