জিয়া পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বিএনপির চ্যায়ারপার্সেন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মহফিলে অনুষ্ঠিত হয়েছে।
সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ্ ‘র সঞ্চালনায় এবং জিয়া পরিষদ ইউএইর আহবায়ক মোস্তফা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার
এসময় তিনি বলেন, দেশনেত্রীকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে এই সরকার মানবতা বিরোধী অপরাধ করছেন যার বিচার বাংলার মাটিতে হতে হবে ইনশা-আল্লাহ।
তিনি আরও বলেন, ডাক্তারের ভাষায় গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই সরকার , ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতার স্বাদ মিটিয়ে দেওয়া হবে ইনশা-আল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, হুমায়ুন কবির সুমনের উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন- আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহীন, সাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দিন চৌধুরী, মুজিবুল হক মঞ্জু, নাছিম উদ্দিন চৌধুরী, হাবিব খান, যুবনেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউনুস, হুমায়ুন কবির সুমন, শহীদ, এরশাদ , সজিব গাজী, নিজাম, শহীদ, লোকমান , আতিকুল ইসলাম, শাহেদুল ইসলাম, ইউনুচ , আবুল হাসেম, মোস্তাফিজুর রহমান, ইমন , কবির, শাহেদুল ইসলাম, ফিরোজ , সাত্তার ইমাম হোসেন ইমন সহ অনেকেই।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ ক্বিয়াম ও শেষে মওলানা এমদাদের বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন সবাই।
Discussion about this post