ফরিদপুরের মধুখালীতে সৌদি আরব প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সয়েল আহমেদ নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে। সোমবার দুপুরে মধুখালী থানায় ইউপি সদস্য সয়েল আহমেদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধূ।
সয়েল আহমেদ (৪০) উপজেলার ৪নং কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের মো. রেজাউল করিম চান্নুর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য। ঘটনার পর থেকে ওই ইউপি সদস্য আত্মগোপনে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রী (৩২) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সুযোগে ঘরে প্রবেশ করে গৃহবধূর শয়ন কক্ষে গিয়ে অপেক্ষা করতে থাকেন সয়েল আহমেদ। ঘরে ঢুকলে ওই গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন ইউপি সদস্য। গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ইউপি সদস্য পালিয়ে যান।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত ইউপি সদস্য সয়েল আহমেদের মোবাইলে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এটা একটি গ্রাম্য রাজনীতি। আমাকে ফাঁসানো হচ্ছে।
কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালিদ হাসান মোবাইলে বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানি না।
Discussion about this post