শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার চিডারচর গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে আজিজুল মল্লিক (৫৭) ও নিলুফা বেগম (৪২) নামে স্বামী-স্ত্রীর বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) দিবাগত রাত ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই দুজনকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আজিজ মল্লিক জাজিরা থানার চিডারচর এলাকার মল্লিক বাড়ীর মৃত হাজী নাজিম উদ্দিন মল্লিকের ছেলে।
টঙ্গীবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল মল্লিকের মেয়ে মিম (১৩) রান্নাঘরের ভেতর ঝুলন্ত বিদ্যুতের তার স্পর্শ হয়ে চিৎকার করলে মেয়েকে বাঁচাতে মা নিলুফা বেগম ও বাবা আজিজ মল্লিক ছুটে আসেন। পরে মেয়ে বেঁচে গেলেও মিমের বাবা ও মা বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানা পুলিশ নিহতদের মরদেহের সুরতহাল রির্পোট প্রস্তুত করেন।
Discussion about this post