সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা দ্বীপের গাগড়ামারী নামক স্থানে বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলো পার্শ্ববর্তী খুলনা জেলার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৪৫) ও মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এসময় গুরুতর আহত হন নাজমুলের নানা মোসাদ্দেক আলী।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ।
Discussion about this post