বরগুনায় পরকীয়া প্রেমে জড়িত থাকার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। সোমবার (১১ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দিকে বামনা উপজেলার সোনাখালী বাজার এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এঘটনায় আহত ব্যক্তি বামনা উপজেলার তালেশ্বর গ্রামের আব্দুল হানিফ চৌকিদারের ছেলে অটোচালক মো. ফোরকান (২৮)।
জানা যায়, পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে ওই নারী বেশ কিছুদিন যাবৎ স্বামী ফোরকানের সঙ্গে ঝগড়া করছিলেন। এসময় বাসার নিজ কক্ষে দ্বিতীয় স্ত্রী ফোরকানের লুঙ্গি উঠিয়ে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন। গুরুতর জখম হয়ে তিনি চিৎকার করলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিশোর কুমার মন্ডল বলেন, স্ত্রী স্বামীর পুরুষ লিঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটেছে। আহত ফোরকান এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post