সৌদি আরবে হজ শুরুর আগে মক্কা থেকে তিন লাখেরও বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সরকারী পরিসংখ্যান অনুসারে, গত বছর ১৮ লাখের বেশি মুসলমান মক্কায় হজ পালন করেছেন।
সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশীকে সরিয়ে নেয়া হয়েছে, এ সব বিদেশী প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে এসেছেন।
এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরো ৭১ হাজার ৫৮৭ জনকে আটক করেছে যারা সৌদি আরবে অবস্থান করছে। কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিট নেই।
আগামী ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। সামর্থবান প্রত্যেক মুসলমানের অবশ্যই জীবনে একবার হজ পালনের বিধান রয়েছে।
এটি সৌদি আরবের মক্কা নগরী এবং এর আশেপাশে কমপক্ষে চার দিন ধরে সম্পন্ন করা একটি ধর্মীয় রীতি অনুযায়ী ধারাবাহিক আচার-অনুষ্ঠান।
মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এক্স-এ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।
সূত্র : এএফপি
Discussion about this post