মালয়েশিয়ায় দুই প্রবাসী বাংলাদেশিকে চাপাতি প্রদর্শন করে নগদ ১ হাজার রিঙ্গিত ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (৭ জুন) এক বিবৃতিতে এসব তথ্য জানান আম্পাং জায়া জেলা পুলিশের প্রধান মোহাম্মদ আজম ইসমাইল। ঘটনাটির বিশদ তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে ভুক্তভোগী বাংলাদেশীদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, গত মাসের ৩ তারিখ দুপুর আড়াইটার দিকে আম্পাং জায়ার জালান পান্দান জায়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী চার ব্যক্তি দুই বাংলাদেশির পথ রোধ করে। এরপর চাপাতি প্রদর্শন করে নগদ ১ হাজার রিঙ্গিত ও তাদের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীরা ঘটনাটি পুলিশকে জানালে শুরু হয় আটক অভিযান। বৃহস্পতিবার (৬ জুন) রাত ৯টার দিকে জালান পান্দান জায়া এলাকা থেকে এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়।
পুলিশ তার নাম-পরিচয় জানায়নি। তবে তার আনুমানিক বয়স ১৯ বলে জানিয়েছে। জেলা পুলিশের প্রধান মোহাম্মদ আজম ইসমাইল জানান, আটক ছিনতাইকারী একজন ই-হেইলিং রাইডার হিসাবে কাজ করেন।
Discussion about this post