ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রিয়েল ডোনাল্ড ট্রাম্প আইডি দিয়ে তিনি চীনা মালিকানাধীন এই প্ল্যাটফর্মটিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি।
২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালে টিকটকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন ট্রাম্প। তবে ওই নির্দেশ নাকচ করে দিয়েছিল আদালত। অবশ্য গত মার্চে ট্রাম্প জানিয়েছেন, প্ল্যাটফর্মটি জাতীয় নিরাপত্তায় ঝুঁকি হলেও এতে নিষেধাজ্ঞা দিলে এর প্রভাব তরুণ ব্যবহারকারীদের একটি অংশের ওপর পড়বে। আর এতে করে শুধু মেটার পরিষেবা ফেসবুক শক্তিশালী হবে।
শনিবার রাতে ট্রাম্প তার অ্যাকাউন্টে একটি লঞ্চ ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখানো হয়েছে তিনি নিউ জার্সির নেওয়ার্কের একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন।
Discussion about this post