মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
গতকাল শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে জালান তেমেরলোহ জেরান্তত’র সড়কে এ দূর্ঘটনা ঘটে।
তেমেরলোহ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, তেমেরলোহ থেকে জেরান্ততগামী একটি লরি ডানদিকের জংশ এ প্রবেশের অপেক্ষা করার সময় পাম ওয়েল বোঝায় করা আর একটি লড়ি পিছন থেকে ধাক্কা দেয়।
এ সময় ধাক্কা দেওয়া লরিটির মধ্যে বসে থাকা ২৮ বছর বয়সী এক বাংলাদেশী ঘটনা স্থলে মারা যান। লরির ড্রাইভার ডান হাতে আঘাত পান। পুলিশ উদ্ধার করে তাকে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
নিহত বাংলাদেশীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
Discussion about this post