সমুদ্রপথে সুদান থেকে যাওয়া হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরব পৌঁছেছে। গত ২৭ মে হজযাত্রীদের দলটি জেদ্দা ইসলামিক বন্দরে পৌঁছেন। এ সময় বন্দর কর্তৃপক্ষ তাঁদের ফুল ও খেজুর উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি বার্তা সংস্থা এসপিএর সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি আররেব বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রপথে হজযাত্রীদের আগমন ও প্রস্থান সহজ করতে বিশেষ লজিস্টিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। হজ মৌসুমে পণ্য পরিবহন ও হজযাত্রীদের নিরাপদ আগমন করতে এ উদ্যোগ নেওয়া হয়।
সৌদি আরবের পাসপোর্ট বিভাগ জানিয়েছে, এবারের হজে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ লাখ ৩২ হাজার ৯৫৮ জন পৌঁছেছেন। গত ২৬ মে পর্যন্ত আকাশ, স্থল ও সমুদ্রপথ হয়ে তাঁরা দেশটিতে পৌঁছেন।
এরমধ্যে আকাশপথে পাঁচ লাখ ২৩ হাজার ৭২৯ জন সৌদি আরব গিয়েছেন। আর স্থলপথে ৯ হাজার ২১০ জন এবং সমুদ্রপথে ১৯ জন দেশটিতে প্রবেশ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সূত্র: আরব নিউজ
فيديو | بالورود.. جوازات جدة تواصل استقبال طلائع ضيوف الرحمن عبر ميناء جدة#نشرة_النهار #الإخبارية pic.twitter.com/ePvEKyzqJv
— قناة الإخبارية (@alekhbariyatv) May 28, 2024
Discussion about this post