সুনামগঞ্জের তাহিরপুরে ভোটকেন্দ্রে ইতালি প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে আনিসুল হক তোফায়েল (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩-এর ৭২ নম্বর বিধি মোতাবেক তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন মুখ্য বিচারিক আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।
দণ্ডপ্রাপ্ত যুবক জামবাগ গ্রামের বাসিন্দা হলেও তিনি বাদাঘাট ইউনিয়নের ভোটার। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মানিক মিয়া। তিনি স্থানীয় এক জাতীয় দৈনিককে বলেন, আনিসুল হকের বড় ভাই জুয়েল আহমেদ ইতালি প্রবাসী। সেই ভাইয়ের ভোট দিতে ব্যালট পেপার চান আনিসুল হক। এ সময় তাঁকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, বিচারিক আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
Discussion about this post