ভূমধ্যসাগরের মাল্টা উপকূলে ৩ দিন ধরে ভেসে থাকা নৌকা থেকে ৩৫ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ মে) সমুদ্রে ভেসে থাকা বাংলাদেশিদের উদ্ধার করেছে দাতব্য সংস্থার জাহাজ ওশান ভাইকিংয়ের উদ্ধারকারী দল।
জানা যায়, ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে সোমবার স্থানীয় সময় ভোরে নৌকায় ভাসতে থাকা ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এসওএস মেডিটারেনির মাধ্যমে পরিচালিত ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে।
আরও জানা যায়, তিন দিন ধরে নৌকায় ভাসছিলেন এ বাংলাদেশিরা। নৌকায় লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার সাগরপথ পাড়ি দিয়েছেন। উত্তর লিবিয়ার বেনগাজি থেকে যাত্রা শুরু করা এ অভিবাসনপ্রত্যাশীরা ইতালির সিসিলি দ্বীপে যেতে চেয়েছিলেন।
তবে এ ঘটনায় প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে।
Discussion about this post