জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বার্লিনে ডিপ্লোমেটিক জোনে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশে এই প্রথম বাংলাদেশের নিজস্ব দূতাবাস ভবন নির্মাণ শুরু হলো।
এসময় ভারত, ইন্দোনেশিয়া, কসোভো, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ভবনটি নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার জন্য জার্মান সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দুই বছরে ভবনটির নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে।
জেআই/
Discussion about this post