শুরু হয়েছে ওমান-আমিরাত রেল প্রকল্পের কাজ। প্রকল্পে রেলপথে আড়াই কিলোমিটার দীর্ঘ ২ টি টানেল এবং ৩৬ টি ব্রিজ থাকবে। পাশাপাশি এর বাস্তবায়ন পরিকল্পনাও যথেষ্ট মসৃণ এবং পরিবেশবান্ধব বলে জানান, আসইয়াদ গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার আবদুল রহমান বিন সালেম আল হাতমি।
প্রাথমিক কাজ শেষে মূল পর্বের আগে রেল লাইন বসানোর জন্য প্রয়োজনীয় ব্রিজ এবং আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হবে।
জানা গেছে, এই রেললাইনে যাত্রীবাহী ট্রেনগুলো ঘন্টায় দুইশত কিলোমিটারের বেশি গতিতে মাত্র ১০০ মিনিটে আবুধাবি থেকে সোহারে পৌঁছাবে।
আর সোহার থেকে ছেঁড়ে আল আইনে পৌছতে লাগবে মাত্র ৪৭ মিনিট। এই রেল সংযোগের মাধ্যমে দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থার এক বৈপ্লবিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, এপ্রিলের শেষের দিকে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক ওমানের সুলতান হাইথাম বিন তারিকের বৈঠকের পর রেল প্রকল্প বাস্তবায়নের সব বাঁধা দূর হয়।
দ্বিপক্ষীয় এই বৈঠকের পর ওমান ও আমিরাতের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। তারমধ্যে ছিলো রেলওয়ে চুক্তি। সেই রেলওয়ে চুক্তির মাধ্যমেই শিগগির দুই দেশ বহুল কাঙ্ক্ষিত রেলপথে যুক্ত হতে যাচ্ছে।
Discussion about this post