আরব আমিরাত প্রবাসী বুকভরা স্বপ্ন নিয়ে ইউরোপের দেশ আমেরিকার পথে পাড়ি জমান অবৈধ পথে, পথিমধ্যে মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে রুহুল আমিন (৩৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন।
নিহতের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাবা হেদায়েত উল্যাহ।। রোববার (১২ মে) দুপুরে সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী বলেন, দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে রুহুল আমিন মেক্সিকো ও আমেরিকার সীমান্তে অসুস্থ হয়ে মারা গেছেন। সেখানে অবস্থানরত এক আত্মীয় বিষয়টি পরিবারকে জানিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। পরে আমেরিকা যাওয়ার স্বপ্নে অনেক টাকা ঋণ করেন। কিন্তু আমেরিকায় প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যান। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন স্বজনরা।
Discussion about this post