পাকিস্তানের একটি আদালত আজ বুধবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুশরা বিবির আইনজীবী নাঈম পানজুথা বলেছেন, কারাগারে স্থানান্তরের ব্যাপারে বুশরা বিবির আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন আদালত। বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে বুশরা বিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গোপনীয়তা লঙ্ঘন এবং তার বাড়িতে বিষাক্ত খাবার পরিবেশনের অভিযোগ এনেছিলেন। তিনি এবং তার আইনজীবীরা অভিযোগে আরও বলেছিলেন যে, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কর্মীদের উপস্থিতি বেশি। তবে দেশটির কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে গত জানুয়ারি মাসে ইমরান-বুশরা দম্পতি দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ইসলামাবাদে ইমরান খানের হিলটপ ম্যানশনের বাড়ির একটি কক্ষে বুশরা বিবিকে গৃহবন্দী করে রাখা হয়।
ইসলামাবাদ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা আফহাল আহমাদ বলেছেন, আইনজীবীদের মাধ্যমে বুশরা বিবি তাকে কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুরের কিছুক্ষণ পরই তাকে কারাগারে নেওয়া হয়েছে।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এক বিবৃতিতে বলেছে যে, বুশরা বিবিকে এবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। সেখানেই বন্দী আছেন ৭০ বছর বয়সী ইমরান খান।
Discussion about this post