হাসান রাশেদ:
চৌদ্দ বছরের মাইলফলক স্পর্শ করেছেন মডেল ও অভিনেত্রী পূজা চেরি। ২০০৪ সালের ২০ আগষ্ট খুলনার গাজীরহাটে জন্মগ্রহণ করেন তিনি। ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি প্রচন্ড ঝোক ছিলো পূজার। বাবা দেব প্রসাদ রায় ও মা ঝর্ণা রায়ে অনুপ্রেরণায় অল্প বয়সে শোভিজে শক্ত অবস্থান গতে তুলেছে সে।
পূজার ঘনিষ্ট সূত্র জানায়, জন্মের পর পূজা এতই সুন্দরী ছিলেন যে, তাদের গুরুদেব নাম দেন চেরি। আসলে গুরুদেব থাকতেন জাপানে। সেখানকার চেরি ফুলের সৌন্দর্য নজর কাড়ে সকলেরই। সেই সূত্রেই পূজার সঙ্গে জুড়ে যায় চেরি। যদিও তার আসল নাম জয়িতা রায় পূজা।
মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ক্লাস ফোরে পড়াকালে ছোটদের একটি ফ্যাশন শো-এ পূজাকে দেখে পছন্দ হয়ে যায় নির্মাতাদের। তারপর জড়িয়ে গেলেন বিনোদন জগতে। এরপরভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। ছবিটিতে তার বিপরীতে অভিনয়ে করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন-২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ।
এর আগে ‘ভালোবাসার রঙ্গ’ চলচ্চিত্রে চিত্রনায়িকা মাহিয়া মহীর শৈশব চরিত্রে অভি অভিনয় করেন পূজা চেরি। তিনি ‘অগ্নি’, ‘ছোট্ট সংসার’, ‘জান তুতি প্রাণ তুমি’, ‘ডন নাম্বার ওয়ান’ ছবিতে অভিনয় করেন। এছাড়াও টেলিটক থ্রিজি, ‘আরএফএল ডাইনিং টেবিল’, ‘আরএফএল চেয়ার’ এবং ‘রেন পাওয়ার হোয়াইট’ বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
অভিনয়ের পাশাপশি লেখাপড়া মনোযোগি পূজা। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেনীতে অধ্যয়ন করছেন।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post