সেলিব্রেটিবিডি:
শোবিজের নতুন প্রজন্মে জনপ্রিয় এক নাম সিয়াম আহমেদ। মিডিয়াভুবনে তার যাত্রা শুরু হয় ২০১২ সালে মোবাইল প্রতিষ্ঠান সিটিসেলের ফটোশুট দিয়ে, এরপর এয়ারটেলের বিজ্ঞাপনচিত্র। ধীরে ধীরে নিজেকে তিনি নাটকের প্রতিষ্ঠিত করেন।
সেই ধারাবাহিকতায় গেলো রোজা ঈদে সিয়াম অভিষিক্ত হয়েছেন চলচ্চিত্র নায়ক হিসেবেও। ছবির নাম ‘পোড়ামন ২’। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন অভিনেতা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত এ ছবিতে নিপুণ অভিনয়ের জন্য রীতিমত প্রশংসা কুড়াচ্ছেন এ তারকা। এ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। নানামাত্রিক ব্যস্ততায় সময় কাটে সিয়ামের। দরজায় কড়া নাড়ছে কোরবানি ঈদ। তার এই ব্যস্ততার ভিড়ে ঈদের সময়টা কিভাবে কাটাবেন তাই জানালেন। সিয়াম বলেন, ‘এবার ঈদটা কাজের মধ্য দিয়েই যাবে। দহন ছবিটার কাজ এখনো শেষ হয়নি। কিছু ক্যাচওয়াক ও গানের শুটিং বাকি আছে। এখন ছবির কাজের মধ্যেই ডুবে আছি!’
ঈদের পরিকল্পনাটা কেমন, এই প্রশ্নের উত্তরে সিয়াম বলেন, ‘ঈদ নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই। আমার ঈদ মানেই আমার পরিবার। ঈদের পুরোটা সময় আমার পরিবার আর আমার বন্ধুদের জন্য বরাদ্দ রাখি। যেহেতু অন্যান্য সময়গুলোতে তাদের সময় দিতে পারিনা তাই ঈদটা শুধু তাদের জন্য।’
এই নায়ক জানান, ঈদ সবসময়ই ঢাকাতেই করেন তিনি। রাজারবাগ ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এবারেও তাই হবে। ঈদের দিন দুপুর পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে থাকবেন। তারপর বন্ধুদের সাথে চলবে আড্ডা দেই।
এদিকে এগিয়ে চলেছে সিয়ামের নতুন ছবি ‘দহন’র কাজ। এই ছবিটা নিয়ে প্রচুর আশাবাদী। প্রথম ছবির শুটিং চলাকালীন সময়েই ‘পোড়ামন ২’খ্যাত জুটি সিয়াম-পূজা শুরু করেছিলেন তাদের নতুন ছবি ‘দহন’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটাও পরিচালনা করছেন রায়হান রাফি। এই ঈদে মুক্তির কথা থাকলেও এখন ঈদে মুক্তি পাচ্ছে না ছবিটি। মুক্তি পাবে আগামী অক্টোবরে।
সিয়াম জানান, ছবির দৃশ্যায়নের কাজ শেষ হলেও বাকি রয়েছে গানের শুটিং। দহন ছবির গল্প প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমাদের দেশে ঘটে যাওয়া একটি বড় ঘটনাকে কেন্দ্র করেই এই ছবির গল্প। পুরোপুরি ব্যতিক্রমী একটি গল্প নির্ভর ছবি হবে ‘দহন’। ছবির গল্পে থাকবে নানা চমক। কারণ এখানে দেশপ্রেম আর রোমান্টিকতা একসঙ্গে দেখানো হবে।’
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post