মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এতে দেশটিতে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তৃতীয় দিনের মতো এই বৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। খবর স্থানীয় গণমাধ্যম সংবাদমাধ্যম টাইমস অব ওমান।
বুধবারও দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফলে ওমানের বৃষ্টি কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অনেক নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় যানজটও দেখা দিয়েছে।
জীবনের ঝুঁকি কমাতে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। অনেক এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
ওমানের শিক্ষা মন্ত্রণালয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বুধবারের শ্রেণি কার্যক্রম বাতিল করেছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভারী বজ্রঝড় ও বাতাস বুধবার জুড়েও অব্যাহত থাকতে পারে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষও, বিমান উড্ডয়ন ও অবতরণের সময় সতর্ক থাকতে বলেছে। এছাড়াও সমুদ্রগামী জাহাজ ও নৌযানকেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
জেআই/
Discussion about this post