টাঙ্গাইলের মির্জাপুরে ১৯মাস বয়সী সন্তান রেখে প্রবাসীর ২লক্ষ ৫০ হাজার টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে রোমান খান নামের এক যুবকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় প্রবাসীর বাবা দেলোয়ার হোসেন মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে দাবি করা হয়, ২০১৭ সালে ছেলেকে বিয়ে করান। বিয়ের পর সুন্দর ভবিষ্যতের আশায় তার ছেলে প্রবাস জীবন বেছে নেয়। ছেলে প্রবাসে থাকার সুযোগে অভিযুক্ত ওই যুবক তার পুত্রবধূকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এরপর ছেলের জমানো নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ পুত্রবধূকে নিয়ে উধাও হন রোমান খান।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post