বাংলা নববর্ষে দেশের রেমিট্যান্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে রেমিট্যান্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
রবিবার (১৪ এপ্রিল) সিলেটে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে এ প্রতিশ্রুতি দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন বাংলা বছরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নতুন বাংলা বছরেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঢেলে সাজানো হবে।
জেআই/
Discussion about this post