বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সভাপতি মোহাম্মদ আজাদুর রহমান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কুয়েতের স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গোপালগঞ্জ জেলা, মোকসেদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ আজাদুর রহমান।
জানা যায়, কুয়েতে আসার পর বিভিন্ন কোম্পানিতে কাজ করেন আজাদ। মৃত্যুর আগ পর্যন্ত মারাফিয়া কুয়েতিয়া নামের একটি কোম্পানিতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে কুয়েত প্রবাসী জ্যেষ্ঠ কমিউনিটি নেতা ও কুয়েত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুর রহমানের মৃত্যুতে কুয়েতে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী আজাদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সকল নেতারা আজাদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Discussion about this post