রমাদান করীম একটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে প্রতিটি ইবাদতে কয়েকগুণ বেশি সওয়াব দেয়া হয়। তাই এই মাসে ওমরা পালনের জন্য মক্কা-মদিনায় স্বাভাবিকের চেয়ে বেশি মুসল্লির আগমন ঘটে।
জানা গেছে, চলমান রমজানে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লীরা ওমরা পালন করেছেন ৮২ লাখেরও বেশি। এদিকে এবারের রমজানে একবারের বেশি ওমরা পালনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পবিত্র এই মাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন মুসল্লি ওমরা পালন করেছেন।
হজ বছরের নির্দিষ্ট সময় পালন করা হলেও বছরের যেকোনো সময় মুসলমানরা ওমরা পালন করতে পারেন। আর পবিত্র মাসে ওমরা পালনের বিশেষ ফজিলত থাকায় মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে ভিড় করেন মুসলমানরা।
জেআই/
Discussion about this post