মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে কমলার জুস খাওয়াকে কেন্দ্র করে পাকিস্তানি নাগরিকের হাতে এক বাংলাদেশি শ্রমিক ছুরিকাঘাত হয়ে নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) ইফতারের সময় রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে।
বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।
ইকবাল বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট দায়েরের ১০ মিনিট পরে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেফতার ও ছুরিটি জব্দ করে।
বুধবার (২০ মার্চ) সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানান পুলিশ।
জেআই/
Discussion about this post