মাহে রমজান মাস
মোঃ বেলাল উদ্দিন
আরবি মাসের মধুর মাস,
পবিত্র মাহে রমজান মাস।
এ মাসে রয়েছে রহমত,
মাগফিরাত ও নাজাত।
এ মাসে, মুসলমানদের ঘরে ঘরে,
পবিত্র কুরআনের আলো জ্বলে।
মসজিদে মসজিদে খতম চলে,
কার আগে, কে যাবে মসজিদে?
ইমামের পিছনে,
তারাবির নামাজ পড়িতে।
সেই প্রতিযোগিতা যুগযুগ ধরে চলে,
পবিত্র মাহে রমজান মাস এলে।
ছোট-বড়, ধনী-গরিব একসাথে
ত্রিশ রোজা পালন যে করে।
কত শত-শত পাপীতাপী,
অতীতের সবকিছু ছেড়ে,
মহান রবের দরবারে হাজিরা দেয়।
হাজারো গুনাহ মাপ চেয়ে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে,
ঈদুল ফিতরের নামাজ আদায় করে।
নামাজ শেষে একে-অপরের সাথে
হাসিমুখে কোলাকুলি যে করে।
এই মাস হতে শিক্ষা নিয়ে,
আমরা বাকি এগারো মাস যেন,
আমাদের জীবনকে সাজাতে পারি।
সেই আশা নিয়ে,
আমরা! আমাদের রবকে বলি।
Discussion about this post