রমজানুল মুবারক মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। এই উপলক্ষে সৌদি আরবের মক্কায় ১২ হাজার ১০৪টি মসজিদ ইবাদতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র নগরী মক্কায় রমজানের জন্য ১২ হাজার ১০৪টি মসজিদকে ইবাদতের জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মক্কার প্রাণকেন্দ্রে রয়েছে ৪৬০টি মসজিদ।
প্রস্তুতির অংশ হিসেবে এসব মসজিদে পরিচ্ছন্নতা, কার্পেটিং এবং সুগদ্ধি ছড়ানো হয়েছে। এ ছাড়াও মসজিদগুলোতে নারী-পুরুষের আলাদাভাবে নামাজের জায়গাও প্রস্তুত করা হয়েছে।
সৌদি আরবের ইসলামীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের ইবাদতকারীদের জন্য মক্কা নগরী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সোমবারে এ বছরের রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
জেআই/
Discussion about this post