আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গলার জোর কমে গেছে, কিন্তু মুখের বিষটা রয়ে গেছে। তারা আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায় বা চেয়েছিল সেটি পায়নি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছেন। আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায়, তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।
তিনি আরও বলেন, নিত্যপণ্যের মূলবৃদ্ধি নিয়ে মানুষ বোঝে এতে সরকারের কোনো দোষ নেই; কারণ সারা বিশ্বেই মূল্যবৃদ্ধি ঘটেছে। এ সময় দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
জেআই/
Discussion about this post