সৌদি মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার রমযানে মুসল্লিরা মসজিদের ভিতরে নামাজের স্থানে ইফতার করতে পারবেন না। তাদেরকে অবশ্যই নির্ধারিত স্থানেই ইফতার করতে হবে। এছাড়াও মসজিদে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। এমন নতুন নির্দেশনা জারি করা হয়।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, আসন্ন রমজান মাসে প্রতিটি মসজিদে মুসল্লিরা ইফতার করবেন। তবে তাদেরকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে।
মন্ত্রণালয় আরও জানায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের উচিত মসজিদ ও ইবাদতের স্থানসহ সব জায়গা পবিত্র ও পরিচ্ছন্ন রাখা। আর এই নিয়ম পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার জন্যই করা হয়েছে। গত কয়েক বছর ধরে রমজানে ওমরাহ পালনকারীদের সংখ্যা বেড়েই চলছে। গত বছর রেকর্ড সংখ্যক মুসল্লি রমজানে ওমরাহ পালন করেছেন। সূত্র: গালফ নিউজ
জেআই/
Discussion about this post