নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী (৪০) নামে এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত একজনের নাম ইমরান হোসেন (৩৫) তিনি র্যাব-১১ এর কনস্টেবল, অন্যদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র্যাব-১ ও নরসিংদীর র্যাব-১১ এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এসময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে (৪০) আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজন ও তার পক্ষের লোকরা ব্যারিকেড দিয়ে র্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।
এসময় হামলাকারীদের কোপে র্যাবের কনস্টেবল ইমরান হোসেনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আরো দুই র্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের উপর হামলা হয়েছে। এতে তিন র্যাব সদস্য আহত হয়েছেন। ইতিমধ্যে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Discussion about this post