ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ এম.ই.এফ সেন্টারের নিচ তলায় মার্জিন ম্যান ফ্যাশন হাউজের চতুর্থ তম শোরুমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির এমডি গাজী মুহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যাবসায়ী মুহাম্মদ রাজু, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, গাজী মুহাম্মদ বাবুল, তাপস, শুভ, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ আক্কাস ও মুহাম্মদ রুবেল।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ফেনীর শোরুমের সিইও গাজী মুহাম্মদ রবিসহ শহরের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। ফিতা কাটার পর শুভ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মার্জিন ম্যান ফ্যাশন হাউজের এমডি গাজী মুহাম্মদ কামরুল হাসান জানান, মার্জিন ম্যান ফ্যাশন হাউজ ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফেনীসহ চট্টগ্রাম নগরিতে ৪র্থ শোরুমে বিক্রয় ও প্রদর্শন চলমান রয়েছে।
ইতোমধ্যেই আমরা পণ্যের গুণগত মান বজায় রেখে সুনাম সৃষ্টি করতে পেরেছি। আশা করি ফেনীর শোরুমটিও ভালো করবে। উদ্বোধন উপলক্ষে ফেনীর শোরুমের ক্রেতারা ২০% পর্যন্ত বিভিন্ন বস্ত্রে ছাড় পাবেন।
ইসমাইল/জেআই/
Discussion about this post