গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ। নির্বাচন বর্জন করায় দেশের জনগণকে শাস্তি দেয়ার জন্যই প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, জনগণের ভোটে গেলে (ক্ষমতায়) গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর চিন্তা করত সরকার। অযৌক্তিক কারণে মিটার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনের সার্কাসের শাস্তি হিসেবে জনগণের গ্যাসের মিটারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরায় সরকারের আঁতে ঘাঁ লেগেছে। সে কারণেই টিআইবিকে বিএনপির দালাল বলে অ্যাখ্যা দিচ্ছে ক্ষমতাসীনরা।
জেআই/
Discussion about this post