সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশির আত্মহত্যার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩০ জানুয়ারি)সকালে দেশটির আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।
নিহত হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমমর্দ্দন ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে আলিম উদ্দিন হাজীর বাড়ির মৃত আলী মোহাম্মদের ছেলে।
মোহাম্মদ হোসেনের চাচা মোহাম্মদ ফরিদ তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে আমিরাতে আজমানে ব্যবসার করে আসছেন। ব্যক্তিজীবনে মোহাম্মদ হোসেন ন্যায়পারয়ন ছিলেন। আমার বন্ধুর মতোই চলাফেরা করেছি। তার একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারী সবজি বিক্রি শুরু করেছিল। তাকে সর্বদায় নম্র ভদ্র দেখেছি। কিন্তু আত্মহত্যার পথ কেন বেঁচে নিয়েছে জানি না।
তিনি জানান, বর্তমানে তার মরদেহ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।
বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ আব্দুস সালাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে প্রবাসীর মৃতদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে আত্মহত্যাজনিত কোনো খবর আসেনি।
জেআই/
Discussion about this post