সেলিব্রেটিবিডি:
ঈদের উৎসব রাঙিয়ে তুলতে ছোট পর্দায় প্রচার হবে অনেক অনুষ্ঠান। তবে এখন আর ছোট পর্দায় থেমে নেই ঈদের আনন্দ। ইউটিউব চ্যানেলগুলোই বিশেষ আয়োজন করছে ঈদকে সামনে রেখে। বিশ্বজুড়ে ডিজিটাল প্লাটফর্ম-এর জয়জয়কারের এই সময়ে আসছে নতুন ইউটিউব চ্যানেল ‘রঙ্গন ফিল্মস’। ঈদুল আযহা উপলক্ষে ৬ নির্মাতার ৯টি একক নাটক প্রকাশ করতে যাচ্ছে চ্যানেলটি।
এর মধ্যে দুটি নাটক, ‘মানুষ হবো’ ও ‘বেড সিন’ নির্মাণ করেছেন মাররুর রশীদ বান্নাহ। কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন তিনটি নাটক ‘জাস্ট চিল’, ‘পাসপোর্ট’ ও ‘ট্যাটু ৩’। আর বি প্রীতম নির্মাণ করেছেন ‘আবার তোরা টুইং হ!’, রুবেল হোসেন নির্মাণ করেছেন ‘বৃষ্টি হয়ে এলে তুমি’, তপু খান নির্মাণ করেছেন ‘ইটস মাই লাইফ’ ও পার্থ প্রতীম নাথ নির্মাণ করেছেন ‘হেড অর টেল’। প্রতিটি নাটক প্রচারিত হবে শুধুমাত্র রঙ্গন ফিল্মস এর ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে রঙ্গন ফিল্মস এর কর্ণধার হাসিব হাসান চৌধুরী বলেন,‘আমাদের ইচ্ছে ছিলো টিভির পাশাপাশি অনলাইনেও ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া। আমরা আশা করি আমাদের নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’
রঙ্গনের প্রচার এজেন্সি মোশন রক এন্টারটেইনমেন্ট এর কর্নধার মাসুদ উল হাসান বলেন, ‘ঈদে আমাদের যাত্রা মাত্র শুরু হলো। এই বছরের মধ্যেই আমরা আরো ২০টি মৌলিক কন্টেন্ট প্রচার করার পরিকল্পনা হাতে নিয়েছি।’
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post