সেলিব্রেটিবিডি:
নাটকের জন্য শুটিং মিউজিক ভিডি করে ইউটিউব চ্যানেলে প্রচার করা নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়া ও হাসান রেজাউলে মধ্যে দ্বন্ধ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দু’ জনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য ও পাল্টা মন্তব্য করেছেন।
শনিবার রাতে এ নিয়ে একটি স্ট্যাটোস দেন শবনম ফারিয়া, ওই স্ট্যাটাসে লিখেন- একটি নতুন অনলাইন মিউজিক চ্যানেল এর ব্যানারে হাসান রেজাউল এর পরিচালনায় যে মিউজিক ভিডিও আজ ইউটিউবে এসেছে আমি এর সম্পর্কে কিছুই জানতাম না, আমাদের একজন সাংবাদিক ভাই আমার সাথে যোগাযোগ করার পর আমি জানতে পারি যে আমাদের নাটকের জন্য শুট করা কিছু অংশ দিয়ে মিউজিক ভিডিও বানিয়ে তা ইউটিউবে ছাড়া হচ্ছে! যেহেতু পরিচালকের সাথে আমার পেশাগত কারনে সুসম্পর্ক ছিল, আমি তাকে অনুরোধ করি গানটি যেন নাটক এনএয়ার হওয়ার পর “নাটকের গান” বলে ইউটিউবে আলাদা করে পাবলিশ করে, তার আগে না কিন্তু তারা তা অগ্রাহ্য করে আজই ভিডিওটির ইউটিউবে পাবলিশ করে!
অল্প কিছুক্ষণ পরে ওই স্ট্যাটাসে মন্তব্য করেন, আপু, আপনার স্টেটাস দেখে আমি বিস্মিত হলাম ! আমি মনে করি আপনি ও নাইম ভাই ভাই অনেক আপন এবং গানের ভিজুয়াল অনেক সুন্দর হয়েছে বলে- গানটি একটা মিউজিক স্টেশান থেকে ছাড়ার পরিকল্পনা করি।
এদিকে জাগো মিউজকি ইিটিউব চ্যানেলে বোঝা না বোঝার মিষ্টি গল্প নিয়ে এই ঈদে মাসুম আউয়ালের কথা এবং ইমন চৌধুরীর এর সুর ও কম্পোজিশনে জনপ্রিয় কন্ঠশিল্পী কনার এর কন্ঠে গানটি প্রকাশ হয়।
সেলিব্রেটিবিডি/এনজেটি
https://www.youtube.com/watch?v=WMDJe30sDt8&feature=youtu.be&t=16s
Discussion about this post