ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
সোমবার (১৭ নভেম্বর) পতিত এই স্বৈরশাসকের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানিয়েছেন, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে।
এছাড়া হাসিনাসহ অন্য আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলো জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদন করা হবে বলেও জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এদিন দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


























