কুকুরের মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করে বিল পাশ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। এই আইন মেনে চলতে তিন বছরের ‘গ্রেস পিরিয়ড’ পাবেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে আইন অমান্য করলে ঊর্ধ্বে তিন বছরের কারাদণ্ড অথবা ৩ কোটি ওন (২২ হাজার ৮০০ মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে। খবরটি রয়টার্স থেকে নেয়া।
গ্রীষ্মকালের আদ্র আবহাওয়ায় কুকুরের মাংস খেলে শরীরের বল বাড়ে- দীর্ঘদিন ধরে কোরিয়ায় এমন ধারণা প্রচলিত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এই চর্চা নেই বললেই চলে। বয়স্করা ছাড়া আর তেমন কেউ কুকুরের মাংস খান না।
মানবাধিকারকর্মীদের দাবি, মাংসের জন্য কুকুরদের ইলেকট্রিক শক অথবা ফাঁসি দিয়ে হত্যা করা হয়। কিন্তু কুকুরপালক ও ব্যবসায়ীরা দাবি করেছেন, কুকুর জবাই করার প্রক্রিয়াটিকে আরও মানবিক করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা।
ক্ষমতাসীন দল এই বিলটি উত্থাপন করেলে সোমবার দ্বিপাক্ষিক কৃষি কমিটিতে বিলটি পাস হওয়ার পর আজ মঙ্গলবার এটি এক কক্ষের কোরিয়া পার্লামেন্টে ২০৮-০ ভোটে পাস হয়। শুধু দুই সদস্য অনুপস্থিত থাকায় ভোট দিতে পারেননি।
জেআই/সমকাল অনলাইন/
Discussion about this post