পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে ব্রাত্য বসু নির্মাণ করেছেন ‘হুব্বা’। এতে হুব্বা চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। একই সময়ে বাংলাদেশের হলে হুব্বা মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ব্রাত্যও বসু ও সুপ্রতিম সরকার দুজনে মিলে।
জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ছবিটির ট্রেলার দেখে মনে হলো মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে কারণে আমরা পরিবেশনার দায়িত্ব নিয়েছি।’
প্রকাশিত ট্রেইলারে কখনও দলবল নিয়ে বন্দুক হাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন মোশাররফ। কখনও নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। তার খোঁজ পেতে ঘুম হারাম হচ্ছে পুলিশের কর্তাদের। আর ধরে ফেলার পর মোশাররফের ওপরে চলছে পুলিশি কায়দায় নানা নির্যাতন।
খুন, মাদক, নারী পাচারের বহু অভিযোগে ‘হুব্বা শ্যামলের’ নামে অনেক মামলাও ছিল। অনেকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ঠিকই জামিনে বেরিয়ে যেতেন এই গ্যাংস্টার।
এক সময়ে ভোটে দাঁড়াতে চান ‘হুব্বা শ্যামল’। এরপর ২০১১ সালে হঠাৎ তিনি নিখোঁজ হন। পরে হুগলির বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে।
Discussion about this post