২০২৪ সালের মার্চ মাসে মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। তার আগে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের কেনার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে নিয়েছে। যেখানে ছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও। প্রথমবারের মতো তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। দলটির প্রধান নির্বাহী কে এস বিশ্বনাথন জানিয়েছেন, মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি ছিল পূর্বপরিকল্পিত।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে ফিজের নাম ওঠার পর তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে ধোনির দল। সবমিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড পেয়েছে চেন্নাই, ফলে তাদের একাদশে ফিজ জায়গা পাবেন কি না তা নিয়েও আলোচনা চলছে।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর দেওয়া চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে নাম ছিল না ফিজের। কারণ, একাদশে পেসার হিসেবে রাখা তিনজনের মধ্যে ভারতীয় পেসার দীপক চাহার, শার্দুল ঠাকুর ছাড়াও বিদেশি কোটায় আছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। এ ছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকছেন তুষার দেশপান্ডে। সে হিসেবে ফিজের একাদশে থাকাটা আটকে আছে যদি-কিন্তুর হিসেবে।
শনিবার (২৩ ডিসেম্বর) চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে কে এস বিশ্বনাথনের কাছে আইপিএলের সাম্প্রতিক নিলাম নিয়ে জানতে চাওয়া হয়। সেখানে মুস্তাফিজের কথা উল্লেখ করে বিশ্বনাথন বলেন, ‘আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’
জেআই/
Discussion about this post