সেলিব্রেটিবিডি:
ঈদে চারদিন ব্যাপী সংগীত অনুষ্ঠানমালার আয়োজন করেছে এটিএন বাংলা। ২৫ আগস্ট শুরু হওয়া চারদিন ব্যাপী এ একক সংগীত অনুষ্ঠানগুলো চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এতে গান গাইবেন পাঁচ জন নতুন সংগীতশিল্পী। এরা হলেন মারিয়া শিমু, সামিয়া জাহান, নীলিমা, আনজানা ও আফরোজ রূপা।
এটিএন বাংলা প্রিয়.কমকে জানায়, ২৫ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে শিল্পী মারিয়া শিমুর সংগীতানুষ্ঠান ‘তোমাকে চাই আমি’। ২৬ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে শিল্পী সামিয়া জাহানের সংগীতানুষ্ঠান ‘তুমি নেই বলে’। ২৭ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে শিল্পী নীলিমার সংগীতানুষ্ঠান ‘আমার বুকে তোমার ঠিকানা’। একই দিন রাত ১১টায় প্রচার হবে শিল্পী আনজানার সংগীতানুষ্ঠান ‘সুখে আছো তুমি’। ২৮ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে শিল্পী আফরোজা রূপার সংগীতানুষ্ঠান ‘তোমায় করব আপন’।
অনুষ্ঠানে এ পাঁচ শিল্পীর গানের সংগীত আয়োজন করেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের ভিডিও ধারণ করা হয়েছে বিএফডিসির স্টুডিওসহ দেশে-বিদেশের বিভিন্ন লোকেশনে।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post