সেলিব্রেটিবিডি:
প্রস্তুতি চলছিল বেশ কয়েকদিন ধরেই। শুক্রবার বলিউডের বন্ধু-বান্ধবদের নিয়ে গ্র্যান্ড পার্টির পর শনিবার সকাল থেকেই সরগরম ছিল প্রিয়াঙ্কা চোপড়ার জুহুর বাড়ি। আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বেশ জাঁকজমকের সঙ্গে হয়ে গেল প্রিয়াঙ্কা ও নিকের বাগদান অনুষ্ঠান। বাগদান পর্ব মিটতেই প্রিয়াঙ্কা ও নিক দুজনেই একে অপরের সঙ্গে সম্পর্ককে অফিসিয়ালি সকলকে জানিয়ে দিলেন।
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, বাগদান পর্ব মিটতেই নিকের সঙ্গে চোখে চোখ রেখে ঘনিষ্ঠভাবে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া। সমস্ত হৃদয়, শরীর ও আত্মা দিয়ে তিনি নিককে নিজের জীবনে গ্রহণ করেছেন নিজের ইনস্টা পোস্টে এমনই লিখলেন দেশি গার্ল খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা।
পাশাপাশি ওই একই ছবি পোস্ট করে মার্কিন পপ গায়ক লেখেন, ‘ভবিষ্যৎ-এর মিসেস জোনাস, আমার হৃদয়, আমার ভালোবাসা।’ আর প্রিয়াঙ্কা ও নিকের এই পোস্টের পরই দেশি গার্লের ইনস্টাগ্রাম ভরে ওঠে শুভেচ্ছা বার্তায়। প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান, আলিয়া ভাট, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ইলিয়ানা ডি ক্রুজ সহ একাধিক তারকা।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post