চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক প্রবাসীর যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে আনা প্রায় আধা কেজি (৫৩৭) গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এসময় মোহাম্মদ রেজাউল করিমকে আটক করা হয়।
রবিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে স্বর্ণ উদ্ধার করেন। আটক রেজাউল করিমের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তার বাবার নাম আবুল হোসেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা ৫৮ মিনিটে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ নামক একটি ফ্লাইটে করে দুবাই থেকে আসেন ওই যাত্রী। গোপন সংবাদ থাকায় তার ব্যাগ তল্লাশি করে ২৪ ক্যারেটের ১১৬.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ৮৮ গ্রাম ওজনের তিনটি রিং, ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের দণ্ড, ২২ ক্যারেটের একশ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। এগুলো ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে পাচারের চেষ্টা করেন তিনি। এ ছাড়াও তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট উদ্ধার করা হয়। স্বর্ণসহ জব্দ করা মালামালের বাজার মূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫
Discussion about this post