ট্রাফিক জরিমানা, পানি ও বিদ্যুৎ বিলের পর এবার মোবাইল বিল পরিশোধ বাধ্যতামূলক করতে যাচ্ছে কুয়েত সরকার। এসব বকেয়া বিল পরিশোধ না করলে প্রবাসীরা দেশে ফিরতে পারবেন না বিমানবন্দর থেকে ফিরতে হবে। আর সেজন্য বিমানবন্দরে সেই ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ।
রোববার (২৭ আগস্ট) কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, প্রবাসীরা দেশ ছেড়ে যাওয়ার আগে তাদের কাছ থেকে বিল সংগ্রহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে পৌঁছেছে এবং প্রবাসীদের নতুন আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আহমেদ আল-মেজরেন বলেছেন, এই ব্যবস্থাটি কয়েক দিনের মধ্যে কার্যকর করা হবে, প্রবাসীরা সাহেল অ্যাপ্লিকেশন, মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা বিমানবন্দরে যেকোনো টেলিফোন এক্সচেঞ্জ অফিসে গিয়ে বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া বিমানবন্দরে মন্ত্রণালয়ের কার্যালয়ে পরিশোধ করা যাবে।
দেশ ত্যাগ করতে সক্ষম প্রবাসীদের জন্য বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ বাধ্যতামূলক হয়ে পড়েছে। এখন পর্যন্ত, তাদের অবশ্যই ট্রাফিক জরিমানা দিতে হবে, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত পার্কিং স্পেস দ্রুত গতিতে এবং অবৈধভাবে ব্যবহার করার জন্য ট্রাফিক টিকিট ব্যতীত প্রায় সব বিল বিমানবন্দরে পরিশোধ করা যেতে পারে, যা অবশ্যই ট্রাফিক অফিসে পরিশোধ করতে হবে।
JAGO NEWS
Discussion about this post