জাসেদুল ইসলাম: বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের ভূমিপুত্র, যিনি একটি জাতির জন্ম দিয়েছেন। শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধু যেই জাতীয় পতাকা দিয়েছেন, সেই পতাকার শক্তি বুকে ধারণ করতে হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই আয়োজিত জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের বক্তব্যে একথা বলেন দুবাই কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ সময়ের সন্দিক্ষণে উপনীত হয়েছে। স্বাধীনতার ৫২ বছর অতিক্রম করেছে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ অনেকটি পথ এগিয়েছে। বাংলাদেশ বিশ্ব রোল মডেল পরিণত হয়েছে। সেই লক্ষ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। যে অভিষ্ঠ লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে ও সাহসিকতার সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই অগ্রযাত্রার গল্পে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমাদের এই শোক দিবসে শোককে শক্তিতে পরিণত করে। যাতে আমরা জাতির পিতার সোনার বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি সেজন্য আমাদের এই আয়োজন বলে জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে দীর্ঘ প্রায় এক দশক পর বড় পরিসরে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি ঘিরে দুই পর্বে কর্মসূচি সাজায় দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। সকালে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করাসহ বঙ্গবন্ধু ও বর্বরোচিত সেই হত্যাকাণ্ডের স্বীকার প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় মিশন কর্মকর্তা-কর্মচারী, আমিরাতে আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন সংগঠন ও বাংলাদেশ কমিউনিটি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীসহ এসব কর্মসূচি পালন করেন।
Discussion about this post