জাসেদুল ইসলাম: আবুধাবিত দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে আবুধাবি দূতাবাসের আয়োজনে দূতাবাস চত্বরে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর বেদিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত আবু জাফর।
শোক দিবস উপলক্ষে দূতাবাসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিটি স্কুলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের মুক্তিকামী মানুষকেই স্বাধীনতা উপহার দেননি বরং সমগ্র পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য তিনি ছিলেন সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ হিসেবে অসামন্য অবদান রাখার কারণে বাঙালি জাতি তাকে প্রথমে বঙ্গবন্ধু ও পরে জাতির পিতা হিসেবে বরণ করেছে।
এছাড়াও, অনুষ্ঠান শেষে জাতির পিতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post